শনিবার, ২৬ মে ২০১৮
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | দক্ষিণ আইচা | শশীভূষণ | শিরোনাম | সর্বশেষ » ভোলার দুলারহাটে মাদক বিরোধী অভিযান, ইয়াবা’সহ গ্রেপ্তার -১
ভোলার দুলারহাটে মাদক বিরোধী অভিযান, ইয়াবা’সহ গ্রেপ্তার -১
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন প্রতিনিধি : ভোলার দুলারহাটে মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ আঃ বারেক (৩৫) নামের ১জন কে গ্রেফতা করেছে দুলারহাট থানা পুলিশ।
শুক্রবার দিবাগত রাত ১.৩০ মিনিটের সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আহাম্মদপুর এলাকা থেকে ০৫ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক বারেক আহাম্মদপুর ইউনিয়নের হযরত আলীর ছেলে।
এব্যাপারে দুলারহাট থানায় মাদক বিরোধী আইনে মামলা করা হয়েছে। মামলা নং (০৭)।