শনিবার, ২৬ মে ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | ভোলা | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে তুচ্ছ ঘটনায় হামলা জখম-১।।লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে তুচ্ছ ঘটনায় হামলা জখম-১।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্রকরে হামলায় তালুকদার বাড়ীর আব্দুল মন্নানের স্ত্রী নুরুন্নাহার বেগম (৪০) গুরুতর জখম হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় বাড়ীর পুকুরের ঘাটলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্রকরে কথার কাটা কাটি হয়, এসময় প্রতিপক্ষ নুরুন্নবী (১৭) , দুলাল (৩৫), সেলিম(৪৫) ও সেলিমের স্ত্রী কুলসুম বেগম পিটিয়ে গুরুতর জখম করে। স্থানীয় লোক গুরুতর জখম অবস্থায় নুরুন্নাহার বেগমকে উদ্ধারকরে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করেন। আহত নুরুন্নাহার বেগম জানান, আমি আমার বাড়ীর পুকুরের ঘাটলায় পানি আনতে যাই, এসময় আমার প্রতিপক্ষ নুরুন্নবী, দুলাল, সেলিম ও তার স্ত্রী কুলসুম বেগম আমাকে পিটিয়ে গুরুতর জখম করে। এব্যাপারে হামলাকারী নুরুন্নবী ও সেলিমের কাছে জানতে চাইলে কাউকে খুজে পাওয়া যায়নি। এ ঘটনায় জখম নুরুন্নাহার বেগম বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি অভিযোগ দায়ের করেন। বোরহানউদ্দিন থানার ডিউটি অফিসার এ. এস আই মাহমুদুল হাসান জানান, নুরুন্নাহার বেগম বাদী হয়ে একটি অভিযোগ করেছেন, বিষটি তদন্তকরে ব্যাবস্থা নেওয়া হবে।