শুক্রবার, ২৫ মে ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | মুক্তমত | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ঈদে দক্ষিণাঞ্চলের সাধারণ যাত্রীদের ভোগান্তির শঙ্কা ।। লালমোহন বিডিনিউজ
ঈদে দক্ষিণাঞ্চলের সাধারণ যাত্রীদের ভোগান্তির শঙ্কা ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : ঈদযাত্রায় বরিশালসহ দক্ষিণের সড়ক ও নৌপথে ভোগান্তির আশঙ্কা করছেন সাধারণ যাত্রীরা । এবারের ঈদ ভরা বৃষ্টির মৌসুমে পড়ে যাওয়ার ফলে এ ভোগান্তির মাত্রা পূর্বেও চেয়ে আরো কয়েকগুণ বৃদ্ধি হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা ।
এবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যাত্রী ভোগান্তির পাশাপাশি ভাড়া নৈরাজ্যও বেড়ে যেতে পাওে বলে আশঙ্কা করা হচেছ। বিশেষ কওে নৌপথে লঞ্চ মালিকরা অতিরিক্ত যাত্রীবোঝাই করতে না পারলেই মাথাপিছু ভাড়া বাড়িয়ে যাত্রীদেও হয়রানি করতে পারে।একই অবস্থা হতে পাওে সড়ক পথেও।যাত্রীদেও অসহায়ত্বেও সুযোগ নিয়ে এক শ্রেণির বাস মালিক অতিরিক্ত ভাড়া আদায় করেন ঈদ মৌসুমে।
ঈদ যাত্রায় সবচেয়ে বেশি চাপ পড়ে সড়ক পথে। ঢাকা থেকে বরিশাল বিভাগের যাওয়ার মহাসড়কে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের ।
অন্যদিকে ঈদেও ছুটিতে নৌপথে প্রতিদিন যাতায়াত প্রায় ৪লক্ষাধিক যাত্রীর। অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের হিসেবে ফাকার সদরঘাট থেকে প্রতিদিন ৮টি রুটে ৭৬হাজার যাত্রী বহনের ক্ষমতা রয়েছে নৌযানগুলোর। কিন্তু ঈদেও সময় এ পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে পৌছে যায়। ঈদেও এ চাপ সামাল দিতে লঞ্চ মালিকরা চলাচল অনুপযোগী অনেক ল্চ নদীতে ভাসান। এতে ঝুঁকিতে পড়তে হচ্ছে যাত্রীদের । সম্প্রতি সড়ক ও জনপথ অধিদপ্তর, সড়ক ব্যবস্থাপনা বিবাগের জরিপে দেখা গেছে ঢাকা – বরিশালের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক সড়কের বিভিন্ন খানাখন্দ ও ফাটল দেখা দিয়েছে । যেসব রাস্তা সংস্কার করা হয়েছিল সেগুলোও এরই মধ্যে ভারি যানবাহন চলাচল ও বৃ®িটর কারণে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তার বিটুমিন উছে গিয়ে বরিশাল রুটের বেশ কিছু অংশ প্রায় চলাচল অযোগ্য হয়ে গেছে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।
সরকারি তথ্যমতে ফাকা থেকে বরিশালে যাওয়ার যে গুরুত্বপূর্ণ মহাসড়কগুলো রয়েছে তার ১হাজার ৬০ কিলোমিটারের মধ্যে ৩৫০কিলোমিটার পথ ভাঙ্গাচোরা এবং খানাখন্দে ভরা । এর মধ্যে আবার ৬৭কিলোমিটার রাস্তার অবস্থা খুবই নাজুক।প্রায় চলাচল অযোগ্য।
এদিকে আগামী ৮জুনের মধ্যে বরিশালসহ দেশের মহাসড়ক সংস্কার কওে চলাচলযোগ্য করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গত শনিবার এ নির্দেশ দিয়ে তিনি বলেন, যাত্রী ভোন্তি কমাতে ঈদেও তিনদিন আগে থেকে মহাসড়কে ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বহনকারী যানবাহন চলাচল করবে।