শুক্রবার, ২৫ মে ২০১৮
প্রথম পাতা » আন্তর্জাতিক | জাতীয় | শিরোনাম | সর্বশেষ » শান্তিনিকেতনে শেখ হাসিনা, নরেন্দ্র মোদী।। লালমোহন বিডিনিউজ
শান্তিনিকেতনে শেখ হাসিনা, নরেন্দ্র মোদী।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশগ্রহণ ও বাংলাদেশ ভবনের উদ্বোধন করতে শান্তিনিকেতনে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
শুক্রবার সকালে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকা থেকে রওনা হয়ে কলকাতার স্থানীয় সময় ৯টা ২৫ এ নেতাজী সুভাস চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান শেখ হাসিনা।
সেখান থেকে হেলিকপ্টারে করে বীরভূমে শান্তিনিকেতনে পৌঁছালে বিশ্ব ভারতীর উপাচার্য অধ্যাপক সবুজ কলি সেন তাকে অভ্যর্থনা জানান।
এই সমাবর্তন ঘিরে শান্তিনিকেতনের আম্রকুঞ্জে বিশ্বভারতীকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে।
বিশ্বভারতীর সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি অতিথিরা অনুষ্ঠানে অংশ নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি বিশ্বভারতীর আচার্য।
বিশ্বকবী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে যোগ দিয়েছেন শেখ হাসিনা। অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তিনি রবীন্দ্র চেয়ারে ফুলেল শ্রদ্ধা জানান।