বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮
প্রথম পাতা » জাতীয় | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » গাজীপুরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ।। লালমোহন বিডিনিউজ
গাজীপুরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : গাজীপুর সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের সরকার দলীয় নেতা কাউন্সিলর প্রার্থী শাহজাহান সিরাজ সাজুর বিরুদ্ধে নানাভাবে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে। এই অভিযোগ গাজীপুর জেলা প্রশাসক ও সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার দপ্তরে জমা দেয়া হয়েছে। অভিযোগ দিয়েছেন একই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বর্তমান কাউন্সিলর মো. খায়রুল আলম। অবশ্য শাহজাহান সিরাজ সাজু এ অভিযোগ অস্বীকার করেছেন।
আভিযোগের বিবরণে জানা গেছে, নগরের ২৯ নম্বর ওয়ার্ডের ঠেলা গাড়ি প্রতীকের কাউন্সিলর প্রার্থী মো. শাহজাহান মিয়া সাজু নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের প্রভাবিত করে বিভিন্ন বাড়িতে ছোট-বড় সলিং রাস্তা নির্মাণ করে দিচ্ছেন। এসব কয়েকটি রাস্তার নামও উল্লেখ করা হয়েছে অভিযোগে। এই রাস্তাগুলো হচ্ছে- সামন্তপুর পশ্চিমপাড়া সাইফুলের বাড়ি, আনোয়ারের বাড়ি ও ওয়াজ উদ্দীনের বাড়ির রাস্তা, তরৎপাড়ায় রশিদ মাতব্বরের বাড়ির রাস্তা মেরামত ও সামসুলের বাড়ির নতুন রাস্তা নির্মাণ, সামন্তপুর দক্ষিণপাড়া হরমুজের বাড়ি ও ইয়াকুবের বাড়ির রাস্তা সলিংকরণ, ছোট দেওড়া টু কুমারপাড়া সংযোগ রাস্তা পর্যন্ত মাটির রাস্তা সলিংকরণ।
এই অভিযোগ দায়ের করে তিনি নির্বাচনী আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
এই অভিযোগের বিষয়ে কাউন্সিলর প্রার্থী শাহজাহান সিরাজ সাজু বলেন, নির্বাচনে পরাজয়ের ভয়ে আমার নামে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। আমি কোন রাস্তার কাজ করছি না, এলাকাবাসী তাদের প্রয়োজনে নিজেরাই রাস্তা নির্মাণ করছেন।