বুধবার, ২৩ মে ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | তথ্যপ্রযুক্তি | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ফেজবুক প্রতিষ্ঠাতা কে “বন্ধু প্রতিবন্ধি” বললেন বি-জহির।। লালমোহন বিডিনিউজ
ফেজবুক প্রতিষ্ঠাতা কে “বন্ধু প্রতিবন্ধি” বললেন বি-জহির।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ১১৭ ভোলা-৩ লালমোহন ও তজুমদ্দিন আসনের ‘সাবেক দোয়া প্রার্থী’ বি- জহির ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গকে বন্ধু প্রতিবন্ধি হিসাবে আখ্যায়িত করলেন।
তিনি বলেন, ‘বন্ধুর কোন সংখ্যা হয় না, থাকে না কোন সীমারেখা। মার্ক জুকারবার্গ ফেসবুকে বন্ধুত্বের সীমা নির্ধারণ করে নিজেকে প্রতিবন্ধিত্বের পরিচয় দিয়েছেন। সে কারণে মার্ক জুকারবার্গ একজন বন্ধু প্রতিবন্ধি।’
ভোলা জেলার লালমোহন পৌর শহরের সম্ভ্রান্ত পরিবারে বি-জহিরের জন্ম। পিতা মো: আবুল কাশেম হাওলাদার সামাজিক মর্যাদাবান ব্যক্তি। দুই ভাই ও তিন বোনের মধ্যে বি- জহির চতূর্থতম। ছাত্রজীবণে মেধাবী বি- জহির বাবার ব্যবসা পরিচালনায় সময় দিতেন। কালের পরিবর্তনে জনগণের ভালবাসা নিয়ে রাজণেতিক মনোভাব পোষণ করে ২০০৮ সালে লালমোহন তজুমদ্দিন আসন থেকে সংসদ
সদস্য মনোনয়ন পত্র সংগ্রহ করেন। অবশেষে মায়ের নির্দেশে নির্বাচন থেকে বিরত হন।
সে সময়ে জনগণের কাছ থেকে দোয়া কামনা করার ফলে বর্তমানে‘সাবেক দোওয়া প্রার্থী’ সকলের কাছে পরিচিত। আগামী নির্বাচনে মা বাবার দোয়া ও জনগণের ভালবাসা নিয়ে অংশগ্রহণ করার প্রস্তুতি নিচ্ছেন বি-জহির।