মঙ্গলবার, ২২ মে ২০১৮
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনের ঘোষের হাট ঘাটে ৬০লক্ষ টাকার রেনু নদীতে অবমুক্ত।।লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনের ঘোষের হাট ঘাটে ৬০লক্ষ টাকার রেনু নদীতে অবমুক্ত।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,নিজস্ব প্রতিবেদকঃ চরফ্যাশন উপজেলা প্রশাসনের উদ্বোগে গোপন সংবাদের ভিত্তিতে দুলারহা থানা ঘোষেরহাট ঘাটে ৬ লক্ষ চিংড়ি রেনু উদ্বার করা হয়েছে।
(২২ মে ) সোমবার রাত ১১.৩০ মিনিটে চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ মারুফ হোসেন মিনার, মৎস প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্বাছ উদ্দিন সহ দুলারহাট থানার এ এস আই বিল্লাল পুলিশ বাহীনি সহ ৫ টি ড্রামে ভর্তি মোট ৬ লক্ষ পিজ চিংড়ি রেনু উদ্বার করতে সক্ষম হয়েছে।সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ মারুফ হোসেন মিনার জানান দেশের চিংড়ি রেনু উদ্বারে আমরা সব সময় সচেতন।আমাদের উপস্থিতি টের পেয়ে নৌকার মালিক,মাঝি তাদের নৌকা, ড্রাম মাছ রেখে পালিয়ে গেছে।তাই অভিযুক্ত দের গ্রেফতার সম্ভব হয়ে উঠেনি। সহকারি মংস্য অফিসার মো: আব্বাস বলেন আমাদের উপস্থিতির আগেই অভিযুক্তকারী স্থান ত্যাগ করেছে। তবে ৫ ড্রাম চিংড়ি রেনু ঘোষের হাট ঘাটেই অবমুক্ত করে দেওয়া হয়েছে। জানা যায় জব্দকৃত চিংড়ি রেনুর বর্তমান মুল্য প্রায় ৬০ লক্ষ টাকা যা দুলারহাটে ঘোষের হাট ঘাটে অবমুক্ত করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনোয়ার হোসেন তা নিশ্চিত করেছেন।