বৃহস্পতিবার, ১৭ মে ২০১৮
প্রথম পাতা » অর্থনীতি | জাতীয় | ধর্ম-কর্ম | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » বাজারে বাজারে পণ্য মূল্য তালিকা টানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।। লালমোহন বিডিনিউজ
বাজারে বাজারে পণ্য মূল্য তালিকা টানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : বাজারে বাজারে পণ্য মূল্য তালিকা টানিয়ে দেয়া হয়েছে। এ মূল্য তালিকা অনুযায়ী খুচরা ও পাইকারী ব্যবসায়ীদের পন্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে। ব্যতিক্রম হলে আইনানুগ ব্যবস্থা নেয়ার ঘোষণা দিযেছেন সাঈদ খোকন।
এ নির্দেশনা ২৬ রমজান পর্যন্ত মানতে হবে ।
আজ বৃহস্পতিবার বেলা ১২টায় মেয়র সাঈদ খোকনের নেতৃত্বে বাজার মনিটরিং ও দ্রব্যমূল্য যাচাই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেয়র সাংবাদিকদের এ কথা বলেন। মেয়র হাতিরপুল কাঁচাবাজারসহ বেশ কটি বাজার পরিদর্শন করেন।