বুধবার, ১৬ মে ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » সরকারের উন্নয়ন ভাবনা নিয়ে লালমোহন প্রেসক্লাবে তথ্য অফিসের মতবিনিময় সভা।।লালমোহন বিডিনিউজ
সরকারের উন্নয়ন ভাবনা নিয়ে লালমোহন প্রেসক্লাবে তথ্য অফিসের মতবিনিময় সভা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,লালমোহন প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগসমূহ, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন ভাবনা, সন্ত্রাস, জঙ্গিবাদ এবং মাদক প্রতিরোধে জনসচেতনা নিয়ে লালমোহন প্রেসক্লাবে মতবিনিয়ম সভা করেছে জেলা তথ্য অফিসার মোঃ আহসান কবীর।
বুধবার বিকেলে লালমোহন প্রেসক্লাবের সহসভাপতি মাহমুদ হাসান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা তথ্য অফিসার মোঃ আহসান কবীর বলেন, সরকার যেসমস্ত উন্নয়ন কর্মকা- করে যাচ্ছে সেসব সাংবাদিকদের মাধ্যমেই প্রকাশ পাচ্ছে। সরকারের সাফল্য জনগণের দৌড়গোড়ায় না পৌছলে সে উন্নয়ন বৃথা। আবার নেতিবাচক সংবাদ সমাজকে বিরুপতার দিকে ঠেলে দেয়। এমন কোন তথ্য বা ছবি প্রকাশ করা ঠিক নয় যা মানবিকতা বিবর্জীত, সমাজে বিশৃঙ্খলা সৃষ্ঠি হয়, অন্যের ক্ষতি সাধন হয়।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন লালমোহন প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ জসিম জনি, অর্থ সম্পাদক মাকছুদ উল্যাহ, সাংবাদিক মোঃ জহিরুল হক সেলিম, মিজানুর রহমান লিপু, শাহিন কুতুব, তপতী সরকার প্রমূখ।