বুধবার, ১৬ মে ২০১৮
প্রথম পাতা » জাতীয় | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » খুলনা নির্বাচনের ফল যারা প্রত্যাখ্যান করেছে, জাতীয় নির্বাচনে জনগণও তাদের প্রত্যাখ্যান করবে-কাদের।।লালমোহন বিডিনিউজ
খুলনা নির্বাচনের ফল যারা প্রত্যাখ্যান করেছে, জাতীয় নির্বাচনে জনগণও তাদের প্রত্যাখ্যান করবে-কাদের।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ফল যারা প্রত্যাখ্যান করেছে, আগামী জাতীয় নির্বাচনে দেশের জনগণও তাদের প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার দুপুরে রাজধানীর মিরপুরের মনিপুর হাই স্কুলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন সেতুমন্ত্রী।
গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে পরাজিত করে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক। ভোটে অনিয়মের অভিযোগে তিনটি কেন্দ্র স্থগিত ছাড়া বিচ্ছিন্ন কয়েকটি ঘটনার মধ্য দিয়ে ভোট সুষ্ঠুভাবে হয়েছে বলেও দাবি নির্বাচন কমিশনের। যদিও বিএনপির পক্ষ থেকে এই নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে ১০০ কেন্দ্রে পুনর্ভোটের দাবি জানানো হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি খুলনা সিটি করপোরেশন নির্বাচনে খুলনাবাসীর রায় প্রত্যাখ্যান করেছে, জাতীয় নির্বাচনে দেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।’
দু-একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া, এই নির্বাচন অবাধ সুষ্ঠু হয়েছে বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী।
তিনি বলেন, ‘তারা (বিএনপি) প্রেস ব্রিফিং করে প্রত্যাখ্যান করেছে। প্রেস ব্রিফিং করে মিথ্যাচার, ভাঙা রেকর্ড আর বিদেশিদের কাছে নালিশ করা ছাড়া এই দলের আর এখন কোনো পুঁজি নেই।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিচার বিভাগের উপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই, এ রায় তারই প্রমাণ।’