মঙ্গলবার, ১৫ মে ২০১৮
প্রথম পাতা » রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » খুলনার ২৬৮ কেন্দ্রের ফল: নৌকা ১,৬৪,৬২০, ধানের শীষ ১,০১,২১৪।।লালমোহন বিডিনিউজ
খুলনার ২৬৮ কেন্দ্রের ফল: নৌকা ১,৬৪,৬২০, ধানের শীষ ১,০১,২১৪।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, খুলনা: নানা অনিয়মের অভিযোগের মধ্যে শেষ হওয়া খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ভোট গণনা চলছে। ২৮৯ কেন্দ্রের মধ্যে এ রিপোর্ট লেখা পর্যন্ত ২৪৩টি কেন্দ্রে প্রার্থীদের প্রাপ্ত ভোটের সংখ্যা জানা গেছে।
২৪৩ টি আসনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক নৌকা প্রতীক নিয়ে ১,৬৪,৬২০ ভোট পেয়ে এগিয়ে আছে।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১,০১,২১৪ ভোট।
এর আগে দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনার মধ্যে দিয়ে শেষ হয়েছে খুলনা সিটি করপোরেশনের ভোটগ্রহণ। মঙ্গলবার সকাল ৮টা থেকে এই ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীন ভোটগ্রহণ চলে বিকেল চারটা পর্যন্ত।