রবিবার, ১৩ মে ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় উন্নত জাত বিনাধান-১০ এর মাঠ দিবস অনুষ্ঠিত।।লালমোহন বিডিনিউজ
ভোলায় উন্নত জাত বিনাধান-১০ এর মাঠ দিবস অনুষ্ঠিত।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,জুয়েল সাহা, ভোলা : ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর এলাকায় বিনা উদ্ভাবিত লবণাক্ততা সহিষ্ণু বোরো ধানের উন্নত জাত বিনাধান-১০ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চর ছোট ধলি এলাকায় এ দিবস অনুষ্ঠিত হয়। দৌলতখান উপজেলা কৃষি সম্প্রসারণের আয়োজনে জলবায়ু পরিবর্তন ট্রস্ট ফান্ড (সিসিটিএফ) এর অর্থায়নে ও বাংলাদেশ পরামানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর বাস্তবায়নে অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আলাউদ্দিন রতনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ রাশেদ হাসনাত।
এসময় বক্তারা বলেন, এসময় জলবায়ু পরিবর্তন লবনাক্ততা বৃদ্ধি পেয়ে বুঁকিপূর্ণ হয়ে পরে কৃষি জমি। বর্তমানে বিনা উদ্ভাবিত লবণাক্ততা সহিষ্ণু বোরো ধানের উন্নত জাতের বিনাধান-১০ এর ফলে কৃষিকরা রোবো ফসলে ক্ষতির হাত থেকে রক্ষে পেয়ে অনেক লাভবান হয়েছে। তারা আরো বলেন, এটি ১২ ডিএস পার মিটার লবণাক্তক পানি সয্য ক্ষমতা সম্পন।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বৈজ্ঞানিক কর্মকর্তা (বিনা) ইমদাদুল হক অপু, সহকারী কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান, দৌলতখান উপজেলা সম্প্রসারণ অফিসার সুমন হাওলাদার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আদুস সামী মফিজুল হক, নিজাম উদ্দিন, শাকিল আহমেদ, সৈয়দপুর ইউনিয়নের ১,২,৩ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মরিয়ম আক্তার, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সফিকুল ইসলাম প্রমূখ।