রবিবার, ১৩ মে ২০১৮
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে শিক্ষিকার উপর হামলার ঘটনায় মামলা দায়ের।।লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে শিক্ষিকার উপর হামলার ঘটনায় মামলা দায়ের।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,চরফ্যাশর প্রতিনিধি: চরফ্যাশনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুরুন্নাহার শিরিনের উপর হামলার ঘটনায় হুমায়ুন কবির(৫০)নামের এক ব্যক্তিকে প্রধান আসামী করে মামলা দায়ের করা হয়েছে।রোববার (১৩মে)সকালে চরফ্যাশন থানায় এ মামলা দায়ের করা হয়।
শিক্ষিাকা নুরুন্নাহার জানান,গত শনিবার বিকেল সাড়ে ৫টায় পৌরসভার ৪নং ওয়ার্ডের নিকটাত্মীয় মেহেরুন নেছা রুনুর বাসায় বেড়াতে গেলে সেখানেই তিনি হুমায়ুন কবিরের দ্বারা হামলার শিকার হন। হুমায়ুন কবির চরফ্যাশন পৌরসভার ৫নং ওয়ার্ডের মৃত এডভোকেট মহিবুল্লাহ মিয়ার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার বিকেলে হুমায়ুন কবির ধারালো অস্ত্র নিয়ে মেহেরুন নেছা রুনুর বাসায় গিয়ে সেখানে নুরুন্নাহার শিরিনের উপর হামলা করে। হামলাকারী শিক্ষিকাকে মারধরে করে এবং হত্যার হুমকী দিয়ে তার কাছ থেকে স্ট্যাম্প ও একটি চেকের পাতায় স্বাক্ষর নেয়।
চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন আহত শিক্ষিকা নুরুন্নাহার শিরিন জানান, পারিবারিক প্রয়োজনে ২০১৪ সালে তিনি হুমায়ুন কবির কাছ থেকে ১ লাখ টাকা ধার নেন। নির্ধারিত সময়ের পর ধার পরিশোধে ব্যর্থ হলে প্রতি মাসে ১ লাখ টাকার সুদ পরিশোধ করে আসছেন।
এ পর্যন্ত তিনি ৪ লাখ টাকা পরিশোধ করার পরও হুমায়ুন কবির সুদাসলে তার কাছ থেকে ১০ লাখ টাকা পাওনা দাবী করে আসছেন। তার দাবীকৃত ওই টাকা পরিশোধ করতে অস্বীকার করায় হুমায়ুন কবির ধারালো অস্ত্র নিয়ে তাকে মারধর করে ফাঁকা স্ট্যাম্প এবং একটি চেকের পাতায় স্বাক্ষর নিয়ে পালিয়ে যায়।
এদিকে শিক্ষিকার উপর হামলাকারী হুমায়ুন কবিরকে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে চরফ্যাশন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি আগামী দিন সোমবার(১ মে) সকাল ৯টায় পৌর সদরে মানববন্ধন কর্মসূচী ও বিক্ষোভ সমাবেশ ডেকেছে।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ(ওসি) মু.এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামী হুমায়ুন কবিরকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।