শুক্রবার, ১১ মে ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে মায়ের পা বিচ্ছিন্ন, মেয়ের অবস্থা গুরুত্বর।। লালমোহন বিডিনিউজ
টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে মায়ের পা বিচ্ছিন্ন, মেয়ের অবস্থা গুরুত্বর।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে সিএনজি ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ২ জন গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে জেসমিন আকতার (৩০) নামে বিধবা এক নারীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
সে টেকনাফ শাহপরীর দ্বীপ পশ্চিম উত্তর পাড়ার লাল মিয়ার মেয়ে বলে জানা যায়। ওই দুর্ঘটনায় জেসমিন আকতারের ৫ বছরের শিশু কন্যা তাসপিয়াও গুরুতর আহত হয়। শুক্রবার বিকালে মেরিন ড্রাইভ সড়কে বড়ডেইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাস্থল থেকে স্থানীয়রা আহতদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত জেসমিন আকতারের ভাই শাহপরীর দ্বীপ তিন রাস্তার মাথার ব্যবসায়ী সৈয়দ আমিন জানান, তারা সন্ধ্যার দিকে চমেকের উদ্দেশ্যে কক্সবাজার সদর হাসপাতাল ত্যাগ করেছেন।
টেকনাফ মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ুয়া জানান, দুঘর্টনায় আহতদের স্থানীয় লোকজনের সহায়তায় বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং গাড়ি দুটি জব্দ করা হয়েছে।