বৃহস্পতিবার, ১০ মে ২০১৮
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশন দুলারহাটের নীলকমলে পানিত ডুবে শিশুর মৃত্যু।।লালমোহন বিডিনিউজ
চরফ্যাশন দুলারহাটের নীলকমলে পানিত ডুবে শিশুর মৃত্যু।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিবেদকঃ ভোলা চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নীলকমল চর যমুনা ৭ নং ওয়ার্ড গ্রামের পুকুরের পানিতে ডুবে তৃপ্তি রানী বাড়ই নামের আট বছরের এক শিশু মারা গেছে। স্থানীয় সুত্র যানাযায়, সে চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নীলকমল ইউনিয়নের চর যমুনা গ্রামের পবিত্র চন্দ্র বাড়ই’র মেয়ে । গত ০৭/০৫/২০১৮ ইং সকালে এ দুর্ঘটনা ঘটে। দুলারহাট থানার ওসি মিজানুর রহমান পাটওয়ারী জানান গড়মের দিন শিশু বাচ্ছা খেলা দুলা করতে করতে পুকুর পাড়ে গেলে সেখান থেকে পানিতে পড়ে মারা জেতে পারে বলে অস্থায় ধারনা করা যায়। তিনি আরো জানান পাশের বাড়ীর শিশু বাচ্ছা পার্থ ও সুস্রিতা পুকুরে গোসল করতে নামলে তারা সাতার কাটতে কাটতে হঠাৎ তাদের পায়ের সাথে লাগলে তারা তাকে পানিতে ডুবা অবস্থায় দেখতে পায়।