বুধবার, ৯ মে ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে বাল্যবিবাহ’কে লাল কার্ড প্রদর্শন।।লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে বাল্যবিবাহ’কে লাল কার্ড প্রদর্শন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,বোরহানউদ্দিন প্রতিনিধি: মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধে ভোলার বোরহানউদ্দিনে শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন এবং সত্যবাদিতা, মানবতা ও দেশপ্রেম’কে সবুজ কার্র্ড প্রদর্শন করে শপথ করানো হয়েছে। গতকাল বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রিয় সভাপতি কাওসার আলম এর সঞ্চালনায়, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আঃ কুদ্্দূস এর সভাপতিত্বে, প্রধান অতিথি ভোলা জেলার স্থানীয় সরকার উপ-পরিচালক মাহমুদুর রহমান এর উপস্থিতিতে শিক্ষার্থীদেরকে শপথ করানো হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি মোঃ জসিম উদ্দিন হায়দার, পৌর মেয়র ও আ’লীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সরকারি (প্রস্তাবিত) আবদুল জব্বার কলেজের অধ্যক্ষ এস এম গজনবী। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এ.এফ.এম নাজমুস সালেহীন, মহিলা বিষয়ক কর্মকতা আফরোজা জেসমিন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আয়েশা ছিদ্দিকা, উপজেলা পরিসখ্যান কর্মকর্তা ননী গোপাল দে এবং এআরডিও আমিনুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।