মঙ্গলবার, ৮ মে ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন হামীম একাডেমীর স্বপ্রচারিত সেরা ফলাফল নিয়ে জনগনের মিশ্র প্রতিক্রিয়া।।লালমোহন বিডিনিউজ
লালমোহন হামীম একাডেমীর স্বপ্রচারিত সেরা ফলাফল নিয়ে জনগনের মিশ্র প্রতিক্রিয়া।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : লালমোহন হামীম একাডেমীর স্বপ্রচারিত সেরা ফলাফল নিয়ে জনগনের মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। এ বছর এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে হামিম একাডেমির বিরুদ্ধে লুকোচুরির অভিযোগ উঠেছে। একসময় এ প্রতিষ্ঠানটি ভাল ফলাফল করলেও প্রতিষ্ঠান প্রধানের অর্থ লোভের ধান্দায় প্রতিষ্ঠানটির সেই ঐতিহ্য হারিয়ে এখন অন্ত:সারশূণ্য হতে চলছে। পরীক্ষার ফল প্রকাশ হলেই নিজেকে সেরা বলে প্রতিষ্ঠান প্রধান প্রচারে মাঠে নেমে পরেন। সেই সাথে মিডিয়া ম্যানেজ করে বাহ বাহ কুড়াবার উৎসল আনন্দে মেতে উঠেন। হামীম একাডেমী নিজেকে সেরা প্রতিষ্ঠান বলে প্রচার করলেও আসলে শুভংকর ফাঁকি। যা এ বছরের তাদের প্রচারিত ফলাফলের দিকে নজর দিলে বাস্তবতা মিলে। এ বছর এসএসসি পরীক্ষার ফলাফলে হামীম একাডেমী ৩২টি জিপিএ-৫ পেয়েছে বলে দাবী করে সেরা প্রতিষ্ঠান হিসাবে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায় প্রচার চালান অত্র প্রতিষ্ঠান প্রধান। প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান হামীম একাডেমীর এসএসসি পরীক্ষায় অনুমোদন নেই। কিন্তু তারা তাদের কাছে পড়–য়া ছাত্র/ছাত্রীদেরকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহন করায়। তথ্য সূত্রে জানাযায় তাদের ৮৩জন এসএসসি পরীক্ষার্থীর মধ্যে ২২ জন কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয় থেকে এবং বাকী ৬১জন আশ্রাফ নগর মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশগ্রহন করান। লালমোহন কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয় থেকে হামীম একাডেমীর ২২জন ছাত্রের মধ্যে ৫জন এ+ পেয়েছে বলে কলেজিয়েট স্কুল সুত্রে জানায়। অন্যদিকে আশ্রাফনগর বিদ্যালয় থেকে যে ২৭ জন এ+ পায় তার মধ্যে হামিম একাডেমির ২২ জন এবং বাকী ৫ জন আশ্রাফনগর নিজ বিদ্যালয়ের শিক্ষার্থী। আশ্রাফনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানের কাছে হামীম একাডেমীর দেওয়া ছাত্র/ছাত্রীদের মধ্যে কতজন এ+ পেয়েছে জানতে চাইলে তিনি তা জানাতে অস্বীকৃতি জানান। তার বিদ্যালয়ের অন্য এক শিক্ষক সুত্রে জানাযায় এবছরের এস,এস,সির ফলাফলে ২৭জন এ+ এর মধ্যে তাদের নিজস্ব পাঠদানকারী ছাত্রছাত্রী ৫জন রয়েছে বলে স্বীকার করেন । হামীম একাডেমীর পরিচালক রুহুল আমিনের কাছে জানতে চাইলে তিনিও সঠিক তথ্য না দিয়ে উল্টো সাংবাদিকদের প্রশ্ন করা শুরু করেন। তিনি উগ্রকন্ঠে বলেন ফলাফলের ব্যাপারে সাংবাদিকদের জানার দরকার কি? । অন্যদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম বলেন, এবছরের এস এস সির ফলাফলের ভিত্তিতে কোন সেরা প্রতিষ্ঠান নির্নয় করা হয়নি।
এভাবেই হামিম একাডেমির সুচতুর পরিচালক মিথ্যা তথ্য দিয়ে বারবার সাধারন জনগনের সাথে প্রতারনা করে আসছে।