মঙ্গলবার, ৮ মে ২০১৮
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » চরফ্যাশনে এসেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।। লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে এসেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে এসে পৌঁছছেন মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শহীদ এম মনসুর আলী এর সুযোগ্য সন্তান মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি। তার সাথে রয়েছেন ভোলা-৪ চরফ্যাশন-মনপুরা আসনের সাংসদ ও পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লা আল ইসলাম জ্যাকব এমপি।
তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে হেলিকপ্টার যোগে চরফ্যাসন এসে পৌঁছেছেন। জাতীয় চার নেতার অন্যতম উত্তরসুরীর এই প্রথম শুভাগমন উপলক্ষে চরফ্যাশন ও মনপুরার হাজার হাজার জনগণ শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।
কিছুক্ষণপর ২৫ কোটি টাকা ব্যয়ে ৫০ থেকে ১শ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। দুপুর ১টায় মধ্যাহ্ন ভোজ ও বিশ্রাম শেষে দুপুর ২টায় ১শ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দুপুর সোয়া ২টায় দক্ষিণ পূর্ব এশিয়ার সু-উচ্চ জ্যাকব টাওয়ার ও বিনোধন পার্ক পরিদর্শন করবেন। দুপুর পৌনে ৩টায় চরফ্যাসন-মনপুরার সাবেক সংসদ সদস্য মরহুম অধ্যক্ষ মিয়া মোহাম্মদ নজরুল ইসলাম এর কবর জিয়ারত করবেন। বিকাল ৩টায় ঢাকার উদ্দেশ্যে চরফ্যাশন ত্যাগ করবেন।