সোমবার, ৭ মে ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত -১।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত -১।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,এম,আর পারভেজ : ভোলার লালমোহনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মফিজুল ইসলাম (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১২ টার দিকে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মঙ্গল সিকদার এলাকার ছেরাগ আলী বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, দুপুরের দিকে মফিজুল ইসলাম ঘরের পাশে কাজ করছিলেন, সে সময় তার টিন সেট ঘরটি আগের থেকে বিদ্যুতায়িত হয়ে থাকায়, তার শরীর ঘরের টিনের সাথে স্পর্শ হলে মফিজুল ইসলাম নিজেও বিদ্যুতায়িত হয়ে পড়ে। এ অবস্থা দেখে তার পূত্রবধু সোনিয়ার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে। সে সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ধলিগৌরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. নাসির উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে মৃত্যুর সত্যতা নির্চিত করে।