সোমবার, ৭ মে ২০১৮
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | শিরোনাম | সর্বশেষ » মজিব নগর ইউপি নির্বাচনে এগিয়ে নৌকার প্রার্থী আঃ ওদুদ।।লালমোহন বিডিনিউজ
মজিব নগর ইউপি নির্বাচনে এগিয়ে নৌকার প্রার্থী আঃ ওদুদ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ ,মেহেদীহান্নান : জনগনের আশা ফিরে পাওয়ার পর যেমন খুশি ভোর্টার তেমন খুশি হলেন প্রার্থি গন । ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকায় পৌছে জনগনের ভালো বাসায় সিক্ত হলেন মজিব নগর ইউপির আওয়ামীলীগ মনোনিত প্রার্থী সাবেক চেয়ারম্যান আঃ ওদুদ। গত শনিবার ঢাকা – ঘোষের হাট লঞ্চ ঘাটে পৌছলে সেখানে অপেক্ষমান দলীয় নেতা কর্মীসহ কয়েক হাজার জনগন তাকে বরণ করেন। এসময় সেখানে পথসভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত আলোচনা রাখেন চেয়ারম্যান প্রার্থী আঃ ওদুদ ।এর পর ৬ মে আওয়ামীলীগ নেতা আবুল কাশেম ফারুক’র বাসায় উঠান বৌঠকে চরফ্যাশন উপজেলার নের্তৃবৃন্দু সহ উঠান বৌঠক করেন এতে দুলারহাট প্রেসক্লাবের সভাপতি নুরাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান বলেন মজিব নগর নির্বাচনে নৌকা মার্কার মনোনিত প্রারার্থীকে আপনাদের মুল্যবান ভোট দিয়ে মজিব নগর ইউনিয়নের আরো উন্নয়নের স্বার্থে চরফ্যাশন ও মনপুরা গড়ার কারিগর উপমন্ত্রী আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি’র হাতকে শক্তিশালী করার জন্য অনুরোধ করেন ।এসময় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবদিন আখন,উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক নুরুল ইসলাম ( ভি পি),পৌর মেয়র শ্রী বাদল কৃর্ষ দেবনাথ, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক জিন্নগর ইউপি চেয়ারম্যান মোঃ হোসন মিয়া,চরফ্যাশন প্রেসক্লাবের সাধারন সম্পাদক চরফ্যাশন পৌর আ’লীগ সাধারন সম্পাদক মনির আহাম্মদ শুভ্র, সাবেক কমিশনার জহির রায়হান, উপজেলা আ’লীগ যুবলীগের সাংগঠনিক সম্পাদক মন্জুরুল আলম বিপ্লব দুলারহাট প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দু সহ স্থানীয় আওয়ামীলীগ যুবলীগ ছাত্র লীগ, স্বেচ্ছা সেবক লীগ এবং শ্রমিক লীগের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।