রবিবার, ৬ মে ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, বরিশাল বোর্ডে সেরা ভোলা জেলা।। লালমোহন বিডিনিউজ
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, বরিশাল বোর্ডে সেরা ভোলা জেলা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে বরিশাল বোর্ডে পাসের হারে এগিয়ে ভোলা জেলা। এ জেলার পাসের হার ৮৩ দশমিক ০২ শতাংশ। তবে গত বছর পাসের হারে ভোলা জেলা ছিল সবার তলানিতে।
রোববার (৬ মে) দুপুরে এসএসসি পরীক্ষার ফলাফল শেষে এ তথ্য জানা যায়।
এবছর ভোলা জেলায় ১৯৩টি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষায় মোট অংশগ্রহণ করে ১৫ হাজার ৬১৭ জন শিক্ষার্থী। এরমধ্যে ছেলে ৮ হাজার ৬০৪ জন ও মেয়ে ৭ হাজার ১৩ জন। পাস করেছে ১২ হাজার ৯৬৫ জন। যারমধ্যে ছেলে ৭ হাজার ৩৭ ও মেয়ে ৫ হাজার ৯২৮ জন।
দ্বিতীয় স্থানে রয়েছে বরগুনা জেলা। এ জেলার পাসের হার ৮১ দশমিক ৭০ শতাংশ। ১১ হাজার ২৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করছে ৯ হাজার ১৮২ জন। এদের মধ্যে ছেলে ৪ হাজার ৬১৩ জন ও মেয়ে ৪ হাজার ৫৬৯ জন।
এদিকে, গত বছরের মতো এবারও তৃতীয় স্থানে রয়েছে পিরোজপুর জেলা। এ জেলার পাসের হার ৮০ দশমিক ৭২ শতাংশ। ১২ হাজার ৭০০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করছে ১০ হাজার ২৫২ জন। এদের মধ্যে ছেলে ৪ হাজার ৬২২ জন ও মেয়ে ৫ হাজার ৬৩০ জন।
চতুর্থ স্থানে রয়েছে বরিশাল জেলা। এ জেলার পাসের হার ৭৬ দশমিক ৯৫ শতাংশ। ৩৫ হাজার ২৪১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করছে ২৭ হাজার ১১৭ জন। এদের মধ্যে ছেলে ১২ হাজার ৮৭৭ জন ও মেয়ে ১৪ হাজার ২৪০ জন।
পঞ্চম স্থানে রয়েছে পটুয়াখালী জেলা। এ জেলার পাসের হার ৭৬ দশমকি ৬২ শতাংশ। ১৯ হাজার ১৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করছে ১৪ হাজার ২৯৩ জন। এদের মধ্যে ছেলে ৭ হাজার ৪১৭ জন ও মেয়ে ৬ হাজার ৮৭৬ জন।
গতবছর শীর্ষ স্থানে থাকা ঝালকাঠি জেলায় এবার ৬২ দশমিক ২৫ শতাংশ পাসের হারে বরিশাল বোর্ডের সবার শেষ অবস্থানে রয়েছে। এ জেলায় ৯ হাজার ১৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করছে ৫ হাজার ৭১১ জন। এদের মধ্যে ছেলে ২ হাজার ৪৮৫ জন ও মেয়ে ৩ হাজার ২২৬ জন। গত বছর এ জেলার পাসের হার ৮২ দশমিক ৭৮ শতাংশ ছিল।