শনিবার, ৫ মে ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বিরোধের জের ধরে হামলা লুটপাট,আহত- ৪।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে বিরোধের জের ধরে হামলা লুটপাট,আহত- ৪।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,লালমোহন প্রতিনিধিঃ লালমোহনে জমি বিরোধের জের ধরে বসত ঘরে হামলা লুটপাট ভাংচুর করে একই পরিবারের শিশু ও মহিলাসহ ৪জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কালমা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আনিচল বেপারির বাড়িতে ৪ মে শুক্রবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, নিজ জমিতে ঘরবাড়ি পুকুর বাগবাগিচা করে বসবাস করে আসছেন ভুষামালের ব্যবসায়ী লোকমান হোসেন আনিচল বেপারি। একই বাড়ির মফিজ গংরা দীর্ঘ দিন যাবৎ জোরজবরানে আনিচল গংদের জমিজমা দখল করার পায়তারা দিতে থাকে। বিভিন্ন সময় প্রভাবশালী মফিজ গংরা অসহায় আনিচল গংদেরকে নানাভাবে হুমকি ধামকি ভয়ভীতি দেখিয়ে হয়রানি করতে থাকে। আনিচল মিয়া বাড়ির উঠানে নিজ অংশ দিয়ে পানি সরানোর জন্য চিকন করে বেড় কাটে। মফিজ গংরা উক্ত বেড় জোরপূর্বক ভরাট করতে গিয়ে গালগালাজ করতে থাকে। এক পর্যায়ে উত্তেজিত হয়ে পুর্বপরিকল্পতভাবে লাঠিসোটা দা ছেনি লোহার রড নিয়ে মফিজ, জামিনা, শফিউল্যাহ, জসিম, মন্তাজ, রাকিব, শাহে আলম, বারেক, মহসিন রফিক, লিটন মৃধা, মনর আলিসহ আরো লোকজন নিয়ে আনিচল মিয়ার বসতঘরে হামলা করে লুটপাট ভাংচুর করতে থাকে। এসময় বাধা দিলে গৃহ মালিক আনিচল মিয়াসহ তার পুত্র হারুন, পুত্রবধু শিল্পি আক্তার ও তার নাতিন ৩বছরের শিশু মহুয়াকে বেদম পিটিয়ে, আছড়িয়ে, টানা হেচড়া করে গুরুতর আহত করে। আহতদেরকে লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়। আনিচল মিয়ার বৃদ্ধা স্ত্রী শহরবানুকেও হামলাকারিরা রেহাই দেয়নি। তাকে প্রাথমিক চিকিৎসা করা হয়। হামলাকারিরা আনিচল মিয়ার ঘর থেকে প্রয়োজনীয় মালামাল কাগজপত্র টাকা পয়সা স্বর্নালংকার লুট করে নেয়। গৃহবধু শিল্পির সাথে থাকা স্বর্নালংকার ছিনিয়ে নেয়। এ ঘটনায় হামলাকারিরা উল্টো থানায় অভিযোগ দিয়ে নির্যাতিতদের হয়রানি করছে। পরবর্তীতে ভুক্তভোগি নির্যাতিত অসহায় আনিচলগংরা ন্যায় বিচার দাবি করে থানায় অভিযোগ দিয়েছেন বলে জানান।