
বৃহস্পতিবার, ৩ মে ২০১৮
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে নিষেধাজ্ঞা অমান্য করে চলছে রেণু পোনা পাচারের মহোৎসব।।লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে নিষেধাজ্ঞা অমান্য করে চলছে রেণু পোনা পাচারের মহোৎসব।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, এইচ এম এরশাদ : ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার ঘোষেরহাট লঞ্চ ঘাট দিয়ে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে চিংড়ির রেণু পোনা পাচারের মহোৎসব পড়ে প্রতিদিন রাতেই। উপজেলার কিছু অসাধু মৎস্য ব্যবসায়ীরা লাখ লাখ গলদা ও বাগদা চিংড়ির রেণু পোনা পাচারে ব্যস্ত থাকেন। এসব অসাধু ব্যবসায়ীরা জেলার বিভিন্ন রুট দিয়ে পূর্বে চিংড়ির রেণু পোনা পাচার করতো বলে অনুসন্ধানে জানা যায় কিন্তু সাংবাদিক, কোস্ট গার্ড ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে সেসব রুট বন্ধ হবার পর ঘোষেরহাটের এই ঘাটকেই বেছে নেয় এসব অসাধু ব্যবসায়ীরা।
সরেজমিনে বেরিয়ে আসে বিচিত্র তথ্য,একটি চিংড়ির রেণু পোনা ধরতে গিয়ে হাজার হাজার বিভিন্ন প্রজাতির মাছের রেণু পোনা ধ্বংস করছে রেণু শিকারিরা।প্রতিদিন এসব ব্যবসায়ীরা ৪০ থেকে ৪২ টি রেণু পোনার ড্রাম পাচার করে খুলনায় এই ঘাট দিয়ে।প্রতি ড্রামে পোনা থাকে ২৫ থেকে ৩০ হাজার,দাম প্রায় কয়েক কোটি টাকা।সেদিন রাতেই ১০/১৫ জন শ্রমিক দিয়ে ফিশিং বোটে মাছ উঠাতে ব্যস্ত দেখা যায় সামরাজের অসাধু মাছ ব্যবসায়ী লুৎফর দেওয়ানকে।মাছ উঠানোর এক পর্যায়ে কথা হয় তার সাথে,সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন আমি ছাড়াও এই মাছের মালিক সামরাজের মান্নান হকার,জসিম ও অন্যান্যরা।
চলতি বছরের মার্চ,এপ্রিল জুড়ে নিষেদকৃত এসব রেণু পাচার হয়েছে বলেও বিভিন্ন সূত্রে জানা যায়,এখনো প্রশাসনের অগোচরে অব্যাহত রয়েছে রেণু পাচারের কাজ।তবে উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায় উপজেলার বিভিন্ন দফতর এমনকি স্থানীয় প্রশাসনও এ ব্যাপারে নীরব ভূমিকা পালন করছেন।