বৃহস্পতিবার, ৩ মে ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ভোলায় ক্রিকেট জুয়ার অভিশাপে হতাশ মানুষ।।লালমোহন বিডিনিউজ
ভোলায় ক্রিকেট জুয়ার অভিশাপে হতাশ মানুষ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,মেহেদীহান্নানঃ ক্রিকেট খেলা সার্বজনীন খেলা হলেও এই ক্রিকেট এখন জুয়াবাজির অন্যতম কারন হিসেবে স্থায়ী রুপ নিয়েছে সর্বত্র। চলতি মৌসুমের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) ক্রিকেট খেলায় দুলারহাটে লাগামহীন ভাবে দিন দিন বেড়েই চলছে ক্রিকেট জুয়া। শুধু বিত্তশালীরাই নয় ক্রিকেট জুয়ায় ক্রমেই আসক্ত হয়ে পড়ছেন দিনমজুর, চা-দোকানী, রিক্সা ভ্যানচালক, সিএনজি চালক, গ্যারেজ ব্যবসায়ী, মাছ ব্যবসায়ী, গার্মেন্টসকর্মী, মুদি দোকানী, বিভিন্ন কাপড়ের দোকানের মালিক-কর্মচারী, ভ্যারাইটিজ ষ্টোরের মালিক-কর্মচারী ও স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। রিক্সাচালক, ভ্যানচালক, চা-দোকানী ও ব্যবসায়ী আইপিএলের জুয়ায় প্রতিদিনের রোজগার ও আগাম মাসিক বেতনের টাকাও একদিনেই হেরে যাচ্ছেন। ক্রিকেটের এই জুয়া এখন দুলারহাটে মহামারী আকারে সর্বত্র ছড়িয়ে পড়েছে। দিন যত গড়াচ্ছে জুয়ার মাঠ তত বেশি গতিশীল হচ্ছে। ম্যাচ শুরু হওয়ার আগেই ক্রিকেট জুয়াড়িরা কার সঙ্গে কে বাজি ধরবেন এনিয়ে দালালও নিয়োগ করা থাকে। এজন্য দালালরা পেয়ে থাকেন কিছু কমিশন বিজয়ীদের কাছ থেকে। অনেক জুয়াড়ি নিজের কাছে রাখা গচ্ছিত টাকা হেরে চড়া সুদে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা ধার নিয়ে ধরছেন বাজি। ফলে আইপিএলের জুয়ার বাজারে সুদি ব্যবসায়ীদের ব্যবসা এখন জমজমাট। তাছাড়া অনেক শিক্ষার্থীদের অভিভাবকরা সন্তানদেরকে ক্রিকেট জুয়া থেকে বিরত রাখতে না পেরে নিজ গৃহের ডিসলাইন সংযোগ বিছিন্ন করে দিয়েছেন। তার পরও কোন ক্রমেই বন্ধ করা যাচ্ছেনা ক্রিকেট জুয়া। এছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলের জুয়ায় বাজি ধরে লাখ লাখ টাকা হেরে সর্বস্বান্ত হয়ে দেনার দায়ে অনেকেই বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। আবার অনেক যুবকই বাজি ধরে হয়েছেন লাখ লাখ টাকার মালিক। প্রতিদিন ম্যাচ শুরু হওয়ার আগেই জুয়াড়িরা লাখ লাখ টাকার বাজি ধরছেন। আইপিএল ২০১৮ সালের এবারের দলগুলো হল সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি, রাজস্থান, ব্যাঙ্গালুর, চেন্ন্াই , মুম্বাই, কলকাতা ও পাঞ্জাব। এসব দলের মধ্যে মধ্যে প্রতিটি ম্যাচই হচ্ছে লাখ লাখ টাকার জুয়াবাজি। আইপিএলের আসর শুরু হওয়ার পর থেকেই দুলারহাট বাজার, নজিরমাঝির হাট, গাছিরখাল, আবুবকরপুরের তরুন সমাজ ও স্বীকৃত জুয়াড়িরা এই বাজি ধরছেন ম্যাচ প্রতি লাখ লাখ টাকা। গত কয়েক মাসে ক্রিকেট জুয়ায় সর্বস্বান্ত হয়ে অনেকেই এখন পথে বসেছেন। শুধু ম্যাচই নয় প্রতিটি বলে বলে ধরা হচ্ছে বাজি। এই বলে ছক্কা হবে এই বলে চার হবে।জুয়ায় মুখরিত হয়ে উঠেছে দুলারহাটের বাজির মাঠ। খেলা শুরুর পর থেকে দুলারহাটে জমে উঠে বাজিগরদের মিলনমেলা। দুলারহাটের এক ক্ষুদ্র ব্যবসায়ী আইপিএল জুয়াড়ি ৫ লাখ টাকা হেরে এলাকা ছেড়েছেন । নীলকমল ইউনিয়নের একজন দোকানদার ১০ লাখ টাকা হেরে ব্যবসা বন্ধ করে পাগলের ন্যায় পথে ঘুরে বেড়াচ্ছেন । এছাড়াও এই আইপিএল জুয়ায় রিক্সাচালক, চা-দোকানী, মুদিব্যবসায়ী, কাপড়ের দোকানদার, দিনমজুর কিস্তি ঋনের সুদের চাপে দেনার দায়ে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।দুলারহাটে এক স্বর্ণ ব্যবসায়ী আইপিএল জুয়ায় পাঁচ লাখ টাকা হেরে দোকান বন্ধ করে এলাকা ছেড়েছেন, অনেক যুবক মাদকাসক্ত হয়ে পড়ছে। ক্রিকেট জুয়ার কারনে সমাজে নানা অপরাধ মূলক কর্মকান্ড বেড়েই চলছে । এ ব্যাপারে সচেতন মহল প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।