বুধবার, ২ মে ২০১৮
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | শিরোনাম | সর্বশেষ » শশীভূষণে পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে নিহত-১,আহত-১২।।লালমোহন বিডিনিউজ
শশীভূষণে পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে নিহত-১,আহত-১২।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাসন উপজেলার শশীভূষণ থানার উত্তর চরকলমী গ্রামে পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে সিরাজুল ইসলাম(৪৫) নামে এক ব্যাক্তি নিহত,অন্তত ১২জন আহত হয়েছে। মঙ্গলবার(১মে) দুপুরে উত্তর চর কলমী লাঠিয়াল বাড়ীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দিন দুপুরে সিরাজুল ইসলাম লাঠিয়ালকে তার স্বজনরা পিটিয়ে হত্যা করে।
এই ঘটনায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে। এ ঘটনায় শশীভূষণ থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। পুলিশ সিদ্দিক লাঠিয়াল, কামাল কাঠিয়াল, পুত্র বধূ জেসমিন ও দৌহিত্র নাহিদ কে গ্রেফতার করেছে।
মামলা ও এলাকা সূত্রে জানা গেছে, পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চর কলমীর উত্তর মঙ্গল গ্রামে সিদ্দিক লাঠিয়াল বাড়িতে চাচাতো ভাইদের সাথে বিরোধের জের ধরে মঙ্গলবার দুপুর ১ টার দিকে বাড়ীর উঠানে প্রকাশ্যে লাঠি দিয়ে সিরাজুল ইসলামকে এলোপাথারি ভাবে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে চরফ্যাশন হাসপাতালে আনা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সিরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হানিফ শিকদার ঘটনা সত্যতা নিশ্চত করে জানান, এই মামলায় সিদ্দিক লাঠিয়াল ও তার ছেলে কামালকে আটক করা হয়েছে। এছাড়া জেসমিন ও নাহিদকে পালিয়ে যাওয়ার সময় মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে ভোলা সদর থানার পুলিশের সহায়তায় ভেদুরিয়া লঞ্চ ঘাট থেকে আটক করা হয়। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। নিহত সিরাজুল ইসলামের লাশ ময়না তদন্তের জন্য বুধবার ভোলা পাঠানো হবে।