মঙ্গলবার, ২৪ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » অর্থনীতি | জেলার খবর | ভোলা | মুক্তমত | শিরোনাম | সর্বশেষ » ভোলায় ইলিশ সংরক্ষণ ও উন্নয়নের লক্ষে সহ ব্যবস্থাপনা সভা।। লালমোহন বিডিনিউজ
ভোলায় ইলিশ সংরক্ষণ ও উন্নয়নের লক্ষে সহ ব্যবস্থাপনা সভা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : ভোলা সদরের শিবপুরে ইলিশ সংরক্ষণ ও উন্নয়নের লক্ষে সহ-ব্যবস্থাপনা সমম্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কোস্ট ট্রাস্টের আয়োজনের শিবপুর ইউনিয়ন পরিষদের হল রুমে ভাইস চেয়াম্যান মোঃ রাজীব হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কোস্টগার্ড দক্ষিন জোনের লেঃ সৈয়দ গালিব আহমেদ রুমী।
এসময় আরো বক্তব্য রাখেন, ইকোফিশ প্রকল্পের সহ সমম্বয়কারী সোহেল মাহমুদ, ওয়াল্ড ফিশ বাংলাদেশ এর রিসার্স এ্যাসোসিয়েট অংকুর মোঃ ইমতিয়াজ জামান, খোকন চন্দ্র শীল প্রমূখ।
এসময় বক্তারা বলেন, ইকোফিশ প্রকল্প জেলেদের নিয়ে কাজ করছে। তাদের পাশে সব সময় রয়েছে। এ প্রকল্পের মাধ্যমে জেলেদের জাটকা ইলিশ সংরক্ষণ সম্পর্ক অবহিত করায় এখন জেলেরা নদীতে মাছ শিকারে যায়না।