মঙ্গলবার, ২৪ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় জলদস্যুদের হামলায় ৮ জেলে আহত, মালামাল লুট।। লালমোহন বিডিনিউজ
ভোলায় জলদস্যুদের হামলায় ৮ জেলে আহত, মালামাল লুট।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : ভোলার মেঘনা নদীতে জলদস্যুদের হামলা চালিয়ে ৮ জেলেকে কুপিয়ে আহত করেছে। আহতদের স্থানীয় জেলেরা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেছে।
সোমবার রাতে ভোলা সদরের ইলিশা এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
আহত জেলে ও স্থানীয়রা জানান, বিভিন্ন এনজিও ঋণের টাকা পরিশোধের চাপে পরে গতকাল রাতে লুকিয়ে ৩ টি ট্রলারে করে ১৫ জেলে মাছ শিকার করতে যায়। ওই সময় ৫/৬ টি ট্রলার নিয়ে ৩০/৩৫ জন জলদস্যু তাদের চারপাস গিরে অস্ত্রের মূখে জিম্মি করে এলোপাতালো কুপিয়ে প্রায় আহত করে ৫ লাখ টাকা জাল, ২ টি ট্রলারের ইঞ্জিল ও ৩ টি সোলার প্যানেল ও ব্যাটারী নিয়ে যায়। পরে স্থানীয় জেলেরা খবর পেয়ে তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে।
ভোলা নৌ থানার ভারপ্রাপ্ত ওসি মেহেদী জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।