সোমবার, ২৩ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় উন্নত জাতের ডন-১১ ভূট্টার মাঠ দিবস পালিত।।লালমোহন বিডিনিউজ
ভোলায় উন্নত জাতের ডন-১১ ভূট্টার মাঠ দিবস পালিত।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,জুয়েল সাহা, ভোলা : ‘‘ কৃষিই সমৃদ্ধি’’ এ শ্লো গান নিয়ে ভোলা সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়নের উন্নত ডন-১১ জাতের ভূট্টা ফসল এর উপর মাঠ দিবস পালিত হয়েছে। সোমবার বিকেলে সদরের চর সামাইয়া ইউনিয়নের খেয়া ঘাট এলাকায় সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
চর সামাইয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও কৃষক নেতা নুরুল আমিন রাঙ্গু মাতাব্বরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক প্রশান্ত কুমার সাহা। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চর ছিপলী ব্লোকের উপ সহকারী টিএম সেলিম জামান প্রমূখ।
প্রধঅন অতিথির বক্তব্য প্রশান্ত কুমার সাহা বলেন, এক সময় কৃষকরা মনে করতো ভূট্টা বাজারে বিক্রি করা যায়না। কিন্তু এখন কৃষকরা সচেতন হয়েছে। তারা বুঝতে পেরেছে ভূট্টা বাজারে বিক্রি হয়। এ টি লাভ জনক ফসল। ভোলা কত কয়েক বছর অল্প জমিতে ভূট্টার চাষ হতো। এখন আমরা কৃষকদের সঠিক পরামর্শ দেওয়া তারা সচেতন হয়েছে। এবছর ভোলায় ভূট্টার ব্যাপক চাষ হয়েছে। ফলনও বাম্পার হবে। কৃষকরাও লাভবান হবে। ভবিশ্যতে ভোলায় ভূট্টার চাষের পরিমাণ আরো বৃদ্ধি পাবে।
এসময় প্রায় শাতাধিক কৃষক উপস্থিত ছিলেন।