শনিবার, ২১ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » বিবিধ » লালমোহন ঢাকা নৌরুট, ড্রেজিং ও ভাড়া বাড়তির শর্তে চলাচল করবে লঞ্চ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন ঢাকা নৌরুট, ড্রেজিং ও ভাড়া বাড়তির শর্তে চলাচল করবে লঞ্চ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন টু ঢাকা নৌরুট পুনরায় চালু করতে খাল ড্রেজিং, যাত্রী ভাড়া বাড়তি, মালামালের ভাড়া বাড়তির শর্ত দিয়েছেন লঞ্চ মালিক সমিতি।
এ শর্তের মধ্যদিয়ে আগামীদিন থেকেই এ রুট চালু হওয়ার সম্ভাবনা রয়েছে জানা যায়।
জানা যায়, নৌরুট টি পুনরায় চালু করার দাবি নিয়ে লালমোহন তজুমদ্দিন আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন’র সাথে সাক্ষাত করেন লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
লঞ্চ মালিক সমিতির কর্মকর্তাদের সাথে ও আলোচনায় বসেন ব্যবাসায়ী সমিতির নেতৃবৃন্দ। এসময় খাল ড্রেজিং, যাত্রী ভাড়া ও মালামালের ভাড়া বাড়তি দেয়ার শর্ত প্রদান করে আগামীদিন থেকেই লঞ্চ চলাচল স্বাভাবিক করা হবে জানান লঞ্চ মালিক সমিতি।
উল্লেখ, লালমোহন উপজেলা তথা দক্ষিণাঞ্চালের মানুষের রাজধানীর সাথে যোগাযোগের অতি প্রাচীন নৌরুট লালমোহন লঞ্চঘাট। বিভিন্ন সমস্যায় জর্জড়িত হয়ে বন্ধ হয়ে যায় এ রুটটি। ফলে সীমাহীন ভোগান্তির কবলে পড়ে লালমোহনের ব্যসসায়ীগণ তথা লালমোহনবাসী।