বুধবার, ১৮ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত ও আলোচনা সভা।। লালমোহন বিডিনিউজ
ভোলায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত ও আলোচনা সভা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, জুয়েল সাহা, ভোলা : আজ ১৮ ই এপ্রিল। জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামালের ৪৭ তম শাহাদাত বার্ষিকী।
১৯৭১ সালের ১৮ ই এপ্রিল পাকিস্তান সেনাবাহিনী ব্রাক্ষমবাড়িয়া জেলার আখাউড়ার দরুন গ্রামে অবস্থানরত মুক্তিবাহিনীর প্রতিরক্ষার উপর আক্রমন চালালে যুদ্ধে সবার সামনে নিজের জীবনকে বাজি রাখে বীরম্যেষ্ঠ মোস্তফা কামাল । বাংলাদেশের স্বাধীনতার জন্য শত্রুকে ঘায়েল করলেও শত্রুর বুলেটের আঘাতে লুটিয়ে পরে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল। নয় মাস যুদ্বের মধ্য দিয়ে স্বাধীন হয় বাংলাদেশ। দেশের সাত বীরশ্রেষ্ঠদের মধ্যে একজন হিসেবে ভূষিত হন ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল।
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বুধবার দুপুরে ভোলা সদরের আলী নগর এলাকায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল জাদুঘরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশের সাত বীরশ্রেষ্ঠের মধ্যে একজনের বাড়ি ভোলায় হওয়ায় ভোলাবাসী ধন্য। এছাড়াও বক্তারা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের বীরত্বের বিভিন্ন কথা নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।