সোমবার, ১৬ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » রাজধানী | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » কোটা সংস্কার আন্দোলনের তিন নেতাকে তুলে নিল ডিবি পুলিশ, ফের উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়।। লালমোহন বিডিনিউজ
কোটা সংস্কার আন্দোলনের তিন নেতাকে তুলে নিল ডিবি পুলিশ, ফের উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : কোটা সংস্কার আন্দোলনের তিন নেতাকে তুলে ডিবি পুলিশ তুলে নেয়ার ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস।
সোমবার দুপুরে তিন নেতাকে তুলে নেয়ার খবর ছড়িয়ে পড়লে তাদের ছেড়ে দেয়া হয়। এর পর বিকেল ৪টায় ঢাবির টিএসসিতে জড়ো হন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের হাজার হাজার নেতাকর্মী। পরে তারা নেতাদের তুলে নেয়ার ঘটনার প্রতিবাদে ক্যাম্পাস বিক্ষোভ শুরু করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকেল সোয়া ৪টায় ঢাবি ক্যাম্পাসে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের বিক্ষোভ চলছে।