রবিবার, ১৫ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় নবর্বষ উপলক্ষে বাল্য বিবাহ বিরোধী ফুটবল ম্যাচ।।লালমোহন বিডিনিউজ
ভোলায় নবর্বষ উপলক্ষে বাল্য বিবাহ বিরোধী ফুটবল ম্যাচ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,ভোলা প্রতিনিধি : জাগিয়া উঠিল প্রান এ শ্লো গান নিয়ে ভোলায় বাংলা নবর্বষ উলক্ষে বাল্য বিবাহ বিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্টের আয়োজনে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচীর আওলতায় ভোলার বোরহানউদ্দিন আব্দুল জব্বার কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে কুতুবা মাধ্যমিক বিদ্যালয়ের নবীন বনাম প্রবীণ দল অংশ গ্রহন করেন।
খেলার প্রথম অধ্যায় নবীন দল ১ গোল করলে দ্বিতীয় অধ্যায় প্রবীণরা ১ গোল করে খেলায় সমতা আনে। পরে টাইব্রেকারে ২-১ গোলে প্রাবীণরা বিজয়ী হয়।
খেলা শেষে বাংলা টিভির ভোলা প্রতিনিধি জুয়েল সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজীদের মাঝে পুরস্কার কুতুবা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ বশির উল্ল্যাহ। বিশেষে অতিথি ছিলেন, কোস্ট ট্রাস্ট সাংস্কৃতিক কর্মসূচীর ব্যবস্থাপক মোঃ সাঈদ, স্থানীয় ব্যবসায়ী মিজানুর রহমান, স্থানীয় সাংবাদিক মোঃ সোহাগ, আব্দুল আজিজ।