রবিবার, ১৫ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | তথ্যপ্রযুক্তি | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » “ফরাজগঞ্জ ইউনিয়ন” লালমোহন উপজেলার এক অবহেলীত জনপদের নাম ।। লালমোহন বিডিনিউজ
“ফরাজগঞ্জ ইউনিয়ন” লালমোহন উপজেলার এক অবহেলীত জনপদের নাম ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : বর্তমানে উন্নয়নের জোয়ারে ভাসছে সারাদেশ। সেই ছোঁয়া বঞ্চিত হয়নি দেশের কোন মফস্বল এলাকা ও। অথচ লালমোহন উপজেলার একটি জনপদের দিকে তাকালে মনে হয় যেন কোন এক দুর্গম চরাঞ্চল। এখানকার প্রতিটি গ্রাম ও ওয়ার্ডের রাস্তার চিত্র এবং সামান্য একটু বৃষ্টি হলেই যানবাহন থাক দুরের কথা সাধারণ মানুষের চলাচলের অযোগ্য হয়ে পরে সকল রাস্তাগুলো।
এ দৃশ্য দীর্ঘদিনের হলে ও দেখার যেন কেউ নেই।
হ্যাঁ অবহেলীত এই জনপদের নাম ৬নং ফরাজগঞ্জ ইউনিয়ন। ইউনিয়নের উত্তর পূর্বে লালমোহন পৌর ৯নং ওয়ার্, উত্তার পশ্চিমে বদরপুর ইউনিয়ন, দক্ষিণে চরউমেদ ইউনিয়ন।
আশে পাশের প্রতিটি ইউনিয়নের উন্নয়নের ছোঁয়া লাগলে তার বিন্দুমাত্র রেশ পড়েনি এ এলাকাটিতে। এলাকার রাস্তার চিত্রগুলোই প্রকাশ করছে অনুন্নয়নের করুণ দশা।
খানা খন্দকে পূর্ণ এলাকার এসব রাস্তাগুলোর চিত্র নিজের ফেজবুক পেজে তুলে ধরে স্থানীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেছেন এলাকার সন্তান ফারহাদ হোসেন নাঈম।
ফারহাদ নাঈম’র লেখাগুলো নিন্মে তুলে ধরা হলো,
“স্থানীয় সকল নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি”
সারাদেশে যখন উন্নয়নের মহাসমারোহ। ভোলা জেলাতে যখন উন্নয়নের প্রতিযোগিতার মহাউৎসব। সেই বাস্তবতায় লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের চলাচলের গুরুত্বপূর্ণ সব কয়টি রাস্তার এই অবস্থা খুবই ব্যাতিত করে। চারপাশের রাস্তাগুলোর সুন্দর মসৃণতা আর আমার জন্মস্থান ফরাজগঞ্জ ইউনিয়নের রাস্তাগুলোর এই বেহাল অবস্থা—- খারাপ লাগাটা কি স্বাভাবিক নয়? একটা সুস্থ্য মানুষ অসুস্থ হয়ে যাই এই রাস্তায় যে কোন যানবাহনে একটু পথ চললে। রাতের আধারে পায়ে হেঁটে পথ চলাতো খুবই আশঙ্কাজনক।
এই ইউনিয়নে নির্বাচিত প্রতিনিধি রয়েছেন, উপজেলার নির্বাচিত প্রতিনিধি রয়েছেন। কিন্তু এই এলাকার জনদুর্ভোগের এই গুরুত্বপূর্ণ বিষয়টিতে কেউই নজর দিচ্ছে না। সংশ্লিষ্ট সকল নেতৃত্ব এবং সকল কর্মকর্তার কাছে বিনীত অনুরোধ—– এই রাস্তাগুলোর দ্রুত সংস্কার করে পুরো ইউনিয়নের জনগণের অসহনীয় ভোগান্তি থেকে মুক্ত করুন।
বি: দ্র: ইউনিয়নের চলাচলের প্রতিটি রাস্তায় খানা খন্দে ভরা। যাহা চলাচলের একবারেই অনুপযোগী।