রবিবার, ১৫ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » টঙ্গীতে কমিউটার ট্রেন ও ডেমুট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪।। লালমোহন বিডিনিউজ
টঙ্গীতে কমিউটার ট্রেন ও ডেমুট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : গাজীপুরের টঙ্গীর নতুনবাজার এলাকায় জামালপুর থেকে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেন ও ঢাকা থেকে জয়দেবপুরগামী ডেমুট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক ব্যক্তি। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
আহতদের টঙ্গী হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
আজ রোববার দুপুরে এ দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
টঙ্গী থানার ওসি কামাল হোসেন গণমাধ্যমকে বলেন, ঢাকাগামী একটি কমিউটার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হলে ঘটনাস্থলে ৪ জন মারা যান। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আতিকুর গণমাধ্যমকে জানান, ট্রেনের পেছনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে ৪ জন নিহত হয়েছে।