শনিবার, ১৪ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | দক্ষিণ আইচা | মনপুরা | রাজনীতি | শশীভূষণ | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশন ও মনপুরাবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা-নাজিম উদ্দিন আলম।। লালমোহন বিডিনিউজ
চরফ্যাশন ও মনপুরাবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা-নাজিম উদ্দিন আলম।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, কামরুজ্জামান শাহীন : চরফ্যাশন ও মনপুরাবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ভোলা ৪ চরফ্যাশন-মনপুরা আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলম।
শনিবার(১৪এপ্রিল) তিনি এক বার্তায় বাংলা ১৪২৫ সালে উপলক্ষে চরফ্যাশন ও মনপুরাবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান।
তিনি বলেন, নানা দুর্যোগ-দুর্বিপাকের মধ্য দিয়ে আমাদের পালন করতে হচ্ছে প্রিয় বাংলা নববর্ষ। ফেলে আসা বছরের দূর্যোগ, দুর্বিপাক কাটিয়ে আমরা নতুন বছরে এগিয়ে যাওয়ার সোনালী সম্ভাবনা দেখতে পাবো বলে কামনা করি। বর্তমান দু:সময় ও নৈরাজ্যের অভিঘাত সত্ত্বেও আমাদের শান্তি ও সহাবস্থান ফিরিয়ে আনতে হবে। বিচ্ছেদ ও বিভাজন দুর করে ১লা বৈশাখের উৎসবের প্রাঙ্গন ভরে উঠুক পারস্পরিক শুভেচ্ছায়। এই উৎসবের দিনে জনগণের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের পাশে নেই। প্রতিহিংসামূলকভাবে সাজানো মামলায় তাঁকে কারাবন্দী করে রাখা হয়েছে। জনগণকে সাথে নিয়ে দেশনেত্রীকে কারামুক্ত করে তাঁর নেতৃত্বে আমরা আবারও মানুষের গণতান্ত্রিক অধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে যেতে বদ্ধপরিকর। ১৪২৫ বাংলা সনের প্রথম দিনের নতুন আলোতে মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট চরফ্যাশন ও মনপুরার সকল মানুষের সুখ ও শান্তির জন্য প্রার্থনা করি।
নববর্ষের এই দিনে মহান আল্লাহর কাছে সকলের ব্যক্তিগত, পারিবারিক তথা জাতীয় সকল পর্যায়ে সুখ ও শান্তি কামনা করি।
১৪২৫ বাংলা সনের নতুন প্রভাতের প্রথম আলোতে আমি দেশবাসীকে আবারও জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।
”শুভ নববর্ষ।”