শুক্রবার, ১৩ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » রাত পোহালেই বৈশাখী উৎসব।।লালমোহন বিডিনিউজ
রাত পোহালেই বৈশাখী উৎসব।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,মেহেদীহান্নান ভোলা : দিন ফুরালো আরও এক বছরের। আজ ১৪২৪ বঙ্গাব্দের বিদায়.১৪২৫ বঙ্গাব্দের যাত্রা শুরু আবহমানকালের বাঙালি ঐতিহ্যের বরণডালা সাজিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে বিপুল আয়োজনের প্রস্তুতি চলছে ভোলা, বোরহানউদ্দিন, লালমোহন,চরফ্যাশন, মনপুরা সহ প্রতি বছরের তুলনায় এ বছর একটু বেশি সাজ সাজ রব দেখা জায়। এ সকল সহরগুলোতে দেখা জায় চারুকলায় মঙ্গল শোভাযাত্রার আয়োজন শেষ পর্যায়ের ব্যস্ততা,সাংস্কৃতিক অঙ্গনে চৈত্রসংক্রান্তিক আসর,বৈশাখ বরন মহড়া। আর ভোলার ভিবিন্ন মার্কেটগুলোতে বৈচাখী সাজডজ্জাসমেত বিশেষ ছাড়ের ছড়াছড়ি। দেখা গেল দু-তিন দিন আন্দোলন কে কেন্দ্র করে উত্তেজনায় তাদের কাজের খানিকটা থমকে গিয়েছিলো।তহবিল সংগ্রহের জন্য যেসব সরা,মুখোশ, ইত্যাদি তৈরি করা, ছবি আকা হচ্ছে,তা বিক্রি হচ্ছে যথেষ্ট।ভোলা চরফ্যাশন সাত দিন ব্যাপি বৈশাখী আয়োজন চলবে বলে জানান বৈশাখী প্রস্তুত কমিটি।