বৃহস্পতিবার, ১২ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » মির্জা ফখরুলের মাতার ইন্তেকাল, বাদ মাগরিব জানাজা।। লালমোহন বিডিনিউজ
মির্জা ফখরুলের মাতার ইন্তেকাল, বাদ মাগরিব জানাজা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতিমা আমিন আর নেই।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
বিএনপির মহাসচিবের ব্যক্তিগত সহকারী মো. ইউনুস আলী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ফাতিমা আমিন ফুসফুস, কিডনিসহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যার কারণে বেশ কিছুদিন ধরে ওই হাসপাতালে ভর্তি ছিলেন। গত মঙ্গলবার ভোর রাতে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।
ফাতিমা আমিনের মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতালে উপস্থিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে.জে. অব. মাহবুবুর রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, কেন্দ্রীয় নেতা আবুল খায়ের ভূঁইয়া, অ্যাডভোকেট আব্দুস সালামসহ দলীয় নেতাকর্মীরা।
ফাতিমা আমিন ফুসফুস, কিডনিসহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যার কারণে বেশ কিছুদিন ধরে ওই হাসপাতালে ভর্তি ছিলেন। গত মঙ্গলবার ভোর রাতে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।
ফাতিমা আমিনের মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতালে উপস্থিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে.জে. অব. মাহবুবুর রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, কেন্দ্রীয় নেতা আবুল খায়ের ভূঁইয়া, অ্যাডভোকেট আব্দুস সালামসহ দলীয় নেতাকর্মীরা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতিমা আমিনের (৮৫) প্রথম নামাজে জানাজা আজ বৃহস্পতিবার বাদ মাগরিব গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে।
এছাড়া শুক্রবার বাদ আছর ঠাকুরগাঁও হাইস্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।