বৃহস্পতিবার, ১২ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | দৌলতখান | মুক্তমত | শিরোনাম | সর্বশেষ » ভোলায় মুক্তিযোদ্ধাদের কোটা অক্ষুন্ন রাখার দাবীতে মানববন্ধন।। লালমোহন বিডিনিউজ
ভোলায় মুক্তিযোদ্ধাদের কোটা অক্ষুন্ন রাখার দাবীতে মানববন্ধন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : ভোলার দৌলতখানে মুক্তিযোদ্ধাদের কোটা অক্ষুন্ন রাখার দাবীতে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।
বৃহস্পতিবার সকালে ভোলার দৌলতখান উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে প্রায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, দৌলতখান উপজেলার মুক্তিযোদ্ধা সংসদরে কমান্ডার আব্দুল রাজ্জাক শশী, ডেপুটি কমান্ডার জগলুল পাশা, সাংগঠনিক সম্পাদক আবু তাহের রতন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর আহবায়ক মোঃ রাশেদুল হাসান, যুগ্ন আহবায়ক শাহীসরোয়ার ডালীম, সদস্য সচিব ঈমাম হোসেন প্রমূখ।
এসময় বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করার জন্য জীবনের ঝুঁকি নিয়েছি। অনেকে শহীদ হয়েছেন।
আজ মুক্তিযোদ্ধাদের বিপক্ষে এক দল কুচক্রি মহল ষড়যন্ত্র করছে। তারা মুক্তিযোদ্ধাদের কোটা বাতিল করা জন্য আনন্দল করছে। তাই ষড়যন্ত্রকারীদের কথা না শুনে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার জন্য প্রধানমন্ত্রী কাছে দাবি জানান তারা।
মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন।