মঙ্গলবার, ১০ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | দক্ষিণ আইচা | শশীভূষণ | শিরোনাম | সর্বশেষ » দুলারহাট থানার প্রথম মামলা! মাদক মামলার অাসামী পারভেজ কে গ্রেফতার।। লালমোহন বিডিনিউজ
দুলারহাট থানার প্রথম মামলা! মাদক মামলার অাসামী পারভেজ কে গ্রেফতার।। লালমোহন বিডিনিউজ
চরফ্যাশন-দুলারহাট প্রতিনিধি : চরফ্যাশনের নব গঠিত থানা দুলারহাট। ৭ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি ও উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি থানার কার্যক্রম অনানুষ্ঠানিক উদ্বোধন করেন।
গতকাল সোমবার নবগঠিত দুলারহাট থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মিজানুর রহমান যোগদান করেছেন।
এ থানায় সর্বপ্রথম মামলা রুজু হয় মাদকের। রাত ৯ টায় দুলারহাট থানার অফিসার ইনচার্জ ওসি’র মিজানুর রহমান নেতৃত্বে এস আই সিদ্দিক ও এ এস আই বিল্লাল আবুবকরপুর ইউনিয়নের রোদেরহাট বাজার থেকে ১শত ৫০ গ্রাম গাজা সহ মোঃ পারভেজ তালুকদার (২৫) পিতা সুলতান তালুকদার কে গ্রেপ্তার করেন।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে ওসি মিজানুর রহমান বলেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং পরিবেশ ও বন উপ মন্ত্রী অাবদুল্লাহ অাল ইসলাম জ্যাকবের মহোদয়ের নির্দেশ অনুযায়ী আমি দুলারহাটকে মাদক মুক্ত করবো।
উল্লেখ, নবগঠিত দুলারহাট থানায় এক জন অফিসার ইনচার্জ ওসি ও ২১ জন চৌকশ অফিসারের সমন্বয়ে থানার কার্যক্রম চলছে।