মঙ্গলবার, ১০ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | মুক্তমত | শিরোনাম | সর্বশেষ » ভোলায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।। লালমোহন বিডিনিউজ
ভোলায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : ভোলায় মুক্তিযোদ্ধা কোটা বাতিল দাবির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে মুক্তিযোদ্ধারা।
মঙ্গলবার সকালে ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে ভোলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, জেলা প্রাক্তন ডেপুটি কমান্ডার মোঃ শফিকুল ইসলাম, সদর উপজেলার প্রাক্তন কমান্ডার অহিদুর রহমান , বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক এম হাবিবুর রহমান, এম এ তাহের প্রমূখ।
মানববন্নধ শেষে মুক্তিযোদ্ধারা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আলমগীর কবিরের কাছে স্মারকলিপি প্রদান করেন।
এসময় বক্তাগণ বলেন, কিছু স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় বিশ্ববিদ্যালয়ের কিছু অর্বাচীন উশৃঙ্খল ছাত্র-ছাত্রীরা মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কোটা বাতিলের দাবিতে আন্দোলন করে আসছে। এ ঘৃণ্য ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং প্রধানমন্ত্রীর কাছে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কোটা অক্ষুন্ন রেখে মুক্তিযোদ্ধাদের ভবিষ্যত প্রজন্মের স্বার্থ সংরক্ষণ করার জন্য জোর দাবি জানাই।
এসময় প্রায় কয়েক শ’ মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা উপস্থিত ছিলেন। এছাড়াও একই সাথে ভোলার সাত উপজেলায় মুক্তিযোদ্ধারা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন।