রবিবার, ৮ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় জাতীয় পার্টির আলোচনা সভা।।লালমোহন বিডিনিউজ
ভোলায় জাতীয় পার্টির আলোচনা সভা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে শক্তিশালী করার লক্ষে ভোলায় জেলায় জাতীয় পার্টির উদ্যেগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল শহরের উকিল পাড়া এলাকায় জেলা কমিটির আয়োজনে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কেফায়েত উল্ল্যাহ এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মোঃ আজিম গোলদার, যুগ্ন সম্পাদক শাহে আলম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই হাওলাদার, দৌলতখান উপজেলার জাতীয় পার্টির আহবায়ক ফয়েজ উল্ল্যাহ, চরফ্যাশন উপজেলার সিনিয়র যুগ্ন সম্পাদক মোঃ নূরনবী মিয়া, লালমোহন উপজেলার আহবায়ক শাহে আলম হাওলাদার, সদস্য সচিব মাহাবুব এলাহিসহ প্রমূখ।
এসময় বক্তব্যরা বলেন, ভোলা জেলা জাতীয় পার্টিকে ধ্বংস করার জন্য এ সংগঠনের কিছু কুচক্রি মহল ষড়যন্ত করছে। তাদের প্রতিহত করতে হবে। সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ের লক্ষে সবাইকে ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে হবে। এসময় ভোলার জেলার বিভিন্ন উপজেলার জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।