শনিবার, ৭ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | শিরোনাম | সর্বশেষ » জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করুন, দুলারহাটে -স্বরাষ্ট্রমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করুন, দুলারহাটে -স্বরাষ্ট্রমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,মেহেদী হান্নান দুলারহাট : ভোলা জেলায় চরফ্যাশন উপজেলার দুইটি থানার (শশীভুষণ এবং দক্ষিণ আইচা) পরে চরফ্যাশনের পশ্চিমাঞ্চলবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাংলাদেশের মানচিত্রে আজ দুলারহাট নামক একটি থানার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন এবং ভিত্তি প্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন নৌকায় ভোট দিন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন।এতে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ ও বন উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এম.পি. মহোদয়,সম্মানিত অতিথি বরিশাল বিভাগীয় পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম।আমন্ত্রিত অতিথি ভোলা জেলা প্রসাশক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক।চরফ্যাশন এর ইউ এন ও মোহাম্মদ মনোয়ার হোসেন।চরফ্যাশন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন,চরফ্যাশন পৌর মেয়র শ্রী বাদলল কৃষ্ণ দেবণাথ,বাংলাদেশ আওয়ামীলীগ চরফ্যাশন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম ভি.পি.।এতে সভাপতিত্ব করেন ভোলা জেলা পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন।অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন নুরাবাদ ইউ পি চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান।নীলকমল ইউ পি চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার।মুজিব নগর ইউ পি চেয়ারম্যান আঃ অদুদ মিয়া।আবুবকর পুর ইউপি চেয়ারম্যান সিরাজ জমদার।সুধী সমাবেশে প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করেন ভোলা জেলা পরিষদের সদস্য এবং নুরাবাদ ইউঃ আঃলীগ আহবায়ক সাহাবুদ্দিন মাস্টার, বিমেষ অতিথিকে ক্রেস্ট প্রদান করেন নীলকমল ইউ পি সাবেক চেয়ারম্যান ইকবাল হোসন লিখন।সুধী সমাবেশে বিশেষ অতিথি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এম.পি. বলেন যদি আবার আঃ লীগ ক্ষমতায় আসে আমি চরফ্যাশনকে অবশ্যই জেলায় রুপান্তর করব এবং দুলার হাটকে উপজেলা করব।