শুক্রবার, ৬ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে ৫২পিজ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।।লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে ৫২পিজ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,চরফ্যাশন প্রতিনিধি :ভোলার চরফ্যাশনে ৫২পিজ ইয়াবাসহ সাত মামলার পলাতক আসামী ট্যারা মোশারেফকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পুলিশের মাদক বিরোধী নিয়মিত অভিযানে তাকে আটক করা হয়।
পুলিশের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫২ পিজ ইয়াবাসহ ট্যারা মোশারেফকে গ্রেফতার করা হয় ।
চরফ্যাশন থানার অফিসার ইনর্চাজ(ওসি) মু. এনামুল হক জানান, মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এ অভিযান আরো জোরদার করা হবে।
তিনি আরো জানান, ট্যারা মোশারেফের নামে চরফ্যাশন ও শশীভূষন থানায় আরো একাধিক মামলা রয়েছে।