শুক্রবার, ৬ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন গজারিয়া বাজারে আগুনে ১৫ দোকান পুড়ে ছাই।।লালমোহন বিডিনিউজ
লালমোহন গজারিয়া বাজারে আগুনে ১৫ দোকান পুড়ে ছাই।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ , মিজানুর রহমান লিপু:লালমোহন গজারিয়া বাজারে আগুনে পুড়ে ১৫ দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে। গত ৬ এপ্রিল শুক্রবার দুপুর দেড়টার দিকে বাজরের দক্ষিন মাথার আরিফ ইলেকট্রনিক্সে বৈদ্যতিক সট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে । মূহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে অল্প সময়ের মধ্যে ১৫ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে লালমোহন ও চরফ্যাশনের ফায়ার সার্ভিস ঘন্টা খানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনে। স্থানীয় সুত্রে জানাযায় শুক্রবার জুমার নামাজের সময় অসীম নামে একজন আরিফ ইলেকট্রনিক্স থেকে আগুনের ধুয়াঁ উঠতে দেখে । তার ডাক চিৎকারে লোকজন এসে আগুন নেবানোর চেষ্ঠা করলেও ডিজেল , পেট্রোল ও গ্যাস থাকায় মূহুর্তের মধ্যে আগুন নিয়ন্ত্রেনের বাহিরে চলে যায়। আগুনের লেলিহানে কামাল তেলির সবুজ ষ্টোর, শাহিন হুজুরের ডিজেল ও প্রেট্রোলের দোকান, কামালের আরিফ টেলিকম,মনির হোসেনের চায়ের দোকান, জাফর পার্স ষ্টোর, আনোয়ার ষ্টোর, ফয়েজে ষ্টোর,শাহিনের কনফেকশনারী,সবুজ ইলেকট্রনিক্স, শ্যামল শীলের সেলুন, কনক শীলের সেলুন, কামরুল ইসলামের হোটেল সম্পূর্ন ভস্মিভূত হয়।আগুনে জাফর ষ্টোরের প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়। ‘খবর পেয়ে লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইচ চেয়ারম্যান ফকরুল আলম হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি, থানার অফিসার্স ইনচার্জ খায়রুল কবির ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন। আগুন প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হয়।