বুধবার, ৪ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » অর্থনীতি | জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » ভোলার বোরহানউদ্দিনে গলদা চিংড়ির রেণুসহ আটক-৩।। লালমোহন বিডিনিউজ
ভোলার বোরহানউদ্দিনে গলদা চিংড়ির রেণুসহ আটক-৩।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলার মানিকার হাট বাজারে গলদা , বাগদা, চিংড়ির ৬ড্রাম রেণুসহ তিনজনকে আটক করা হয়। এসময় একটি পিকআপ জব্দ করা হয় ।
সুত্র জানায়, ৩ই এপ্রিল মঙ্গলবার রাত অনুমান ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে মানিকার হাট বাজারের স্থানীয় সচেতন জনতা হাকিমউদ্দিন বাজার থেকে আগত পিকআপ ভর্তি রেণুসহ তিজনকে আটক করে পুলিশে দেয় । এসময় পুলিশ স্থানীয়দের সহযোগীতায় মৎস্য অফিসারের উপস্থিতিতে পাশের জলাশয়ে উদ্ধারকৃত রেণু পোনা অবমুক্ত করা হয়। কিন্তু এর মধ্যে কোস্ট গার্ডকে না জানিয়ে তাদের নাম ভাঙ্গিয়ে তাদের নামে চাদাঁ উত্তোলনকারী স্থানীয় মোশারেফ পালিয়ে যেতে সক্ষম হলেও পিকআপ ড্রাইভার মো: লিটন, মোকামি জিয়াউদ্দিন নাহিদ ও মো: নুরউদ্দিন কে আটক করেছে থানা পুলিশ।
স্থানীয়রা জানায়, অভিযুক্ত মোশারেফ দীর্ঘদিন যাবত রেনুপোনা পাচারের লাইনম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং স্থানীয় রাজনৈতিক ব্যাক্তি ও কোস্টগার্ডকে না জানিয়ে তাদের নাম ভাঙ্গিয়ে রেণুর ড্রাম প্রতি ৩০০টাকা করে চাদাঁ উত্তোলন করে নিজেই আত্মসাধ করে আসছেন।
এমন সংবাদের ভিত্তিতে মানিকার হাট বাজারের রেনু পোনা পাচারের সময় তাদেরকে হাতেনাতে স্থানীয়রা রেণুপোনাসহ আটক করতে সক্ষম হলেও মোশারেফ পালিয়ে যায় । পরে মানিকার হাট বাজারে ৫শতাধিক লোক মোশারেফকে আটকের দাবীতে মিছিল করে।
এ ব্যাপারে চাদাঁ উত্তোলনকারী মোশরেফের সাথে যোগাযোগ করলে সে জানায়, আমি কোস্টগার্ডের নামে চাদাঁ নেই। তাতে আপনাদের কি? একথা বলে কল কেটে দেন।
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুছ ছালেহীন ব্যস্ত থাকায় তাকে ফোনে পাওয়া যায়নি ।