
বুধবার, ৪ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় অটিস্টিক ও প্রতিবন্ধী শিশুদের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।। লালমোহন বিডিনিউজ
ভোলায় অটিস্টিক ও প্রতিবন্ধী শিশুদের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : ভোলা জেলা ক্রীড়া অফিসের উদ্দ্যোগে অটিস্টিক ও প্রতিবন্ধী শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৮ ও মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ভোলা সদর উপজেলার ব্যাংকের হাট কো-অপারেটিভ স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া পরিদপ্তর ঢাকার পরিচালক (যুগ্ম-সচিব) ডা. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেদুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব তাজুল ইসলাম মাস্টার। ক্রীড়া প্রতিযোগিতায় ভোলা চিলড্রেনস কেয়ার প্রতিবন্ধী স্কুল, ভোলা বুদ্ধিপ্রতিবন্ধী স্কুল, হাই কেয়ার শ্রবণ প্রতিবন্ধী স্কুলের ৬০ জন প্রতিবন্ধী শিক্ষার্থী অংশ গ্রহণ করে । খেলা শেষে বিজয়ী প্রতিযোগী ও ১ মাস ব্যাপি ফুটবল প্রশিক্ষণে অংশ গ্রহণকারিদের মাঝে পুরষ্কার ও সনদ পত্র বিতরণ করা হয় ।