
বুধবার, ৪ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলার মেঘনা থেকে ৩০ মণ জাটকাসহ ১৯ জেলে আটক।। লালমোহন বিডিনিউজ
ভোলার মেঘনা থেকে ৩০ মণ জাটকাসহ ১৯ জেলে আটক।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : ভোলার মেঘনা নদী থেকে ৩০ মণ জাটকাসহ ১৯ জেলেকে পৃথক ভাবে আটক করেছে কোস্টগার্ড ও জেলা মৎস্য বিভাগ। মঙ্গলবার দিনব্যাপী মেহেন্দিগঞ্জ থানাধীন শ্রীপুর কালাবাদর নদী এলাকায় অভিযান পরিচালনা করে মেঘনা নদী থকে এসব মাছ, ট্রলারসহ জেলেদের আটক করা হয়।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, ভোলার ভেদুরিয়া লঞ্চঘাট থেকে জাটকা ইলিশ নিয়ে একটি ট্রলার ভর্তি করে ৪ জেলে বরিশালের উদ্দেশে রওনা হন। গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের কন্টিনজেন্ট কমান্ডার মো. আব্দুল রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই ট্রলারভর্তি ৩০ মণ জাটকা মাছসহ ৪ জেলকে আটক করা হয়। আটক জেলেদের পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত মাছের মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
এছাড়া জেলা মৎস্য বিভাগ মেঘনার বিভিন্ন পয়েন্টে দিনব্যাপী অভিযান চালিয়ে আরো ১৫ জেলেকে আটক করে ভ্রম্যমান আদালতে হাজির করা হলে তাদের বিভিন্ন মেয়াদে জেল জরিমানা করা হয়।
জব্দকৃত জাটকা মাছ মৎস কর্মকর্তার উপস্থিতিতে বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।