মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » মেহেরপুরে কৃমিনাশক ঔষধ খেয়ে ৬০ ছাত্রী হাসপাতালে ।। লালমোহন বিডিনিউজ
মেহেরপুরে কৃমিনাশক ঔষধ খেয়ে ৬০ ছাত্রী হাসপাতালে ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয়ে কৃমিনাশক ঔষধ খাওয়ার পর ৬০ ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
মঙ্গলবার সকাল দশটার দিকে এ ঘটনা ঘটে। তবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনোয়ারুল ইসলাম বলছেন, গণমনস্তাতিক রোগে (মাস সাইকোসিস) আক্রান্ত হয়ে ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে। একজনের দেখাদেখি আতংক থেকে আরেকজন অসুস্থতা বোধ করেছে। এটা তেমন কোন রোগ নয়। প্রাথমিক চিকিৎসায় ছাত্রীরা সুস্থ হয়ে উঠছে।
বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম বলেন, জাতীয় কৃমিনাশক কর্মসূচীর আওতায় আজ সকালে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। এর কিছুক্ষণ পরে সপ্তম শ্রেণীর ছাত্রী রিক্তা খাতুন অসুস্থতাবোধ করে। তাকে হাসপাতালে নেওয়া হয়। পর্যায়ক্রমে বিদ্যালয়ের সকল মেয়ে অসুস্থ হলে তাদের মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হাসপাতাল) ভর্তি করা হয়।