শনিবার, ৩১ মার্চ ২০১৮
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় জামায়াত ইসলামীর বৈঠক থেকে ১২ নেতাকর্মী আটক।।লালমোহন বিডিনিউজ
ভোলায় জামায়াত ইসলামীর বৈঠক থেকে ১২ নেতাকর্মী আটক।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,ভোলা প্রতিনিধি :ভোলার চরফ্যাশনে জামায়াত ইসলামীর আমিরসহ ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।শনিবার(৩১মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টা উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা হারুন অর রশিদ এর বাড়ীতে আন্তঃথানা জামায়াত নেতাকর্মীদের নিয়ে বৈঠকচলা কালীন পুলিশ ১২ জনকে আটক করেছেন।
আটককৃতরা হলেন, চরফ্যাসন উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা হারুন অর রশিদ কাজী (৫১),মাওঃ মোস্তফা কামাল (৫২), ভোলা সদরের আমির হোসেন (৪৫), লালমোহনের লোকমান হোসেন (৪০), জসিম উদ্দিন (৩০), অধ্যক্ষ শরিফ হোসেন (৪৫) শশীভূষনের নাসিম (৩৫), রেদওয়ান (২৫), আবুল কাশেম (৫০), মোহাম্মদ আলী (৫৫), রহমত উল্যাহ (৩০), দক্ষিণ আইচার জিয়াউল হক (৭৫)।
চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ(ওসি) মু. এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাওলানা হারুনের বাড়ীতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি জানান, এরা সবাই ভোলা, লালমোহন, শশীভূষণ, দক্ষিণ আইচা ও চরফ্যাসন এলাকার জামায়াত ইসলামির গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করছে। সরকার বিরোধী নাশকতার জন্য এরা সন্ধ্যার পর হারুন মাওলানার বাড়ীতে গোপন বৈঠক করছিল। এদের বিরুদ্ধে সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে মামলার দায়েরের প্রস্তুতি চলছে।