শনিবার, ৩১ মার্চ ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে আওয়ামীলীগের সদস্য সংগ্রহ ও আলোচনা সভা অনুষ্ঠিত।।লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে আওয়ামীলীগের সদস্য সংগ্রহ ও আলোচনা সভা অনুষ্ঠিত।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিন বাটামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বড় মানিকা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে সদস্য নবায়ন ফরম বিতরন ও নতুন সদস্য সংগ্রহ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় আওয়ামীলীগ নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমে আসে। বড় মানিকা ইউনিয়ন আ‘লীগ সভাপতি মো: শাহাজল হক মাষ্টারের সভপত্বিত্বে শুক্রবার বিকেল ৫টায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল (এমপি) বলেন, আমি নিজে মাটির ঝুঁড়ি মাথায় নিয়ে বড় মানিকা রক্ষা করার জন্য বেড়ীবাঁধ নির্মান কাজ শুরু করি। আশংকায় ছিলাম কখন বিএনপি ষড়যন্ত্র করে বেড়ীবাঁধ কেটে দেয়। আল্লাহ রক্ষা করেছে , তাদের ষড়যন্ত্র সফল হয়নি । তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের পরিচালনার মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন জননেত্রী শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত হবে। দেশের জনগন দেশের স্বার্থে উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রীর আসনে বসাবেন। বিশেষ অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা মরহুম বশির আহমেদ মিয়ার বড় ছেলে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: জসিম উদ্দিন হায়দার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনার নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনঃরায় ক্ষমতায় আনুন তাহলে বাংলাদেশের উন্নয়নের দ্বারা অব্যাহত থাকবে। এই সময় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মরহুম বশির আহমেদ মিয়ার মেঝ ছেলে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ জহির উদ্দিন বাবর, বীর মুক্তিযোদ্ধা মরহুম বশির আহমেদ মিয়ার ছোট ছেলে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক জসিমউদ্দিন , উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আ.ন.ম আবদুল্লাহ। এসময় আরো উপস্থিত ছিলেন , কুতুবা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হেলাল উদ্দিন ভুইয়া, আওয়ামীলীগ নেতা ফকরুল মিয়া, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুজন মুন্সী সহ স্থানীয় নেতৃবৃন্দ।